ফেনী : সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরো দুইজনকে আটক করেছে বলে জানিয়েছেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম।
গতকাল রাতে এদের আটক করা হয়েছে বলে জানান তিনি।
এরা হলেন, কামরুন নাহার মণি ও মো. শরীফুল ইসলাম। মণিকে ফেনী শহর এলাকা ও শরীফুলকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে আটকের কথা জানায় পিবিআই।
পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান, বোরকাধারী মণি হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী ৫ জনের একজন, যাকে পুলিশ খুঁজছিল ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল মো. শরীফুল ইসলামের।
একুশে/এসসি