সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খাগড়াছড়ির ছাত্রদল নেতা দেলোয়ারকে আইনে সোপর্দের আহ্বান কেন্দ্রীয় ছাত্রদলের

প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০১৯ | ৬:৩৭ অপরাহ্ন

ঢাকা : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে গুম করার অভিযোগ তুলে অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করার দাবি জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

ছাত্রদল নেতা মোঃ দেলোয়ার হোসেন গত ৩ এপ্রিল রাতে মানিকছড়ির হাতিমুরা বাজারের মদিনাতুল জামে মসজিদে পবিত্র শব-ই-মেরাজের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে গুম করার অভিযোগ তার পরিবারের। পরিবারের দাবি তার পরনের লুঙ্গি, গেঞ্জি, ২টি মোবাইল ফোন এবং দোকানের চাবি রাস্তায় পাওয়া যায়। দেলোয়ার হোসেনের পরিবারের অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতৃদ্বয়ের দাবী অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করা হউক।

নেতৃদ্বয় অবিলম্বে মোঃ দেলোয়ার হোসেনকে আদালতের সামনে পেশ করার আহ্বান জানিয়েছেন। পরে যদি সাজানো কোনো নাটকের মাধ্যমে তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু করা হয় তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তারা।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/আরসি/এটি