রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে

| প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ১:৫৮ পূর্বাহ্ন

oilআন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। উত্তোলন ও সরবরাহ-সম্পর্কিত যুক্তরাষ্ট্র সরকারের তথ্য প্রকাশ হওয়ার পর বুধবার দাম বেড়ে যায় পণ্যটির।

আগামী সপ্তাহে আলজেরিয়ায় ওপেকের বৈঠক থেকে জ্বালানি তেলের উত্তোলনসীমা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনাও পণ্যটির বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলেছে।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্সে) বুধবার ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম। নভেম্বরে সরবরাহ চুক্তিতে ১ দশমিক ২৯ ডলার বেড়ে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৪৫ দশমিক ৩৪ ডলারে।

অন্যদিকে লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্যারেলে ১০ সেন্ট বেড়েছে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট অয়েলের দাম। এদিন নভেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট অয়েল বিক্রি হয়েছে ৪৬ দশমিক ৯৩ ডলারে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বুধবার জ্বালানি তেলের সরবরাহ-সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলের সরবরাহ ৬২ লাখ ব্যারেল কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটসের বিশ্লেষকরা প্রত্যাশা করেছিলেন, এ সপ্তাহে জ্বালানি তেল সরবরাহ ২৮ লাখ ব্যারেল বাড়বে। অন্যদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট তাদের মঙ্গলবারের প্রতিবেদনে বলেছে, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ ৭৫ লাখ ব্যারেল কমেছে।

জ্বালানি তেলের দরবৃদ্ধি সম্পর্কে সেকুলার ইনভেস্টরের প্রধান গবেষক নিকো পেন্টালিস বলেন, ‘জ্বালানি তেল সম্পর্কে ইআইএর প্রতিবেদন প্রকাশের পর পরই যুক্তরাষ্ট্রে পণ্যটির দাম ব্যারেলে ৪৫ ডলার ছাড়িয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘জ্বালানি তেলের এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে। আমরা প্রত্যাশা করছি, কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলার ছাড়িয়ে যাবে।’

ইআইএর বুধবারের প্রতিবেদনে জ্বালানি তেলের সরবরাহ অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ার কথা বলা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের সরবরাহ টানা তিন সপ্তাহ ধরে কমতির দিকে রয়েছে। ২ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেল সরবরাহ কমেছিল ১ কোটি ৪৫ লাখ ব্যারেল, যা ১৯৯৯ সালের পর সর্বনিম্ন। এর পর ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে জ্বালানি তেল সরবরাহ ৬ লাখ ব্যারেল কমেছিল। আর সর্বশেষ ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে জ্বালানি তেল সরবরাহ কমেছে ৬২ লাখ ব্যারেল।

২৬-২৮ সেপ্টেম্বর আলজেরিয়ায় এক বৈঠকে বসবে বিশ্বের শীর্ষ তেল উত্তোলক দেশগুলো। এতে জ্বালানি তেলের উত্তোলনসীমা আরোপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে। যদিও উত্তোলনসীমা আরোপ হওয়া বা না হওয়া নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তার পরও ব্যবসায়ীরা এ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন।

নিমেক্সে অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি বাড়তির দিকে রয়েছে গ্যাসোলিন ও হিটিং অয়েলের দাম। বুধবার প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম বেড়েছে ৪ দশমিক ৩ সেন্ট। অক্টোবরে সরবরাহ চুক্তিতে ২ দশমিক ৫ শতাংশ বেড়ে এদিন প্রতি গ্যালন গ্যাসোলিন বিক্রি হয়েছে ১ দশমিক ৩৯৯ ডলারে। অন্যদিকে গ্যালনে ২ দশমিক ৪ সেন্ট বেড়েছে হিটিং অয়েলের দাম। অক্টোবরে সরবরাহ চুক্তিতে ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি গ্যালন হিটিং অয়েল বিক্রি হয়েছে ১ দশমিক ৪২৯ ডলারে।