চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটকে বিমান ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয়েছে। এছাড়া মামলা তদন্তে তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক রাজেশ বড়ুয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় ছিনতাইয়ের ঘটনায় নিহত পলাশ আহমেদসহ কয়েকজনকে আসামি করা হয়।
মঙ্গলবার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে/এসসি