সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার চান প্রধান বিচারপতি

প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৬:৩০ অপরাহ্ন


ঢাকা: বিচার বিভাগের স্বচ্ছতার জন্য আদালত কক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার পক্ষে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন করার পর তিনি একথা বলেন।

আন্তর্জাতিক একটি সেমিনারে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, এখন সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। আমি তুরস্কের আঙ্কারায় গিয়েছিলাম একটি সেমিনারে যোগ দিতে। সেখানে একটা সেশনে টপিক ছিল, বিচার বিভাগের স্বচ্ছতার জন্য আদালত কক্ষে সাংবাদিকদের অ্যালাউ করতে হবে। সুতরাং বিষয়টা আন্তর্জাতিকভাবেই প্রতিষ্ঠিত। যারা সাংবাদিক তাদের আদালত প্রাঙ্গণে এবং আদালত কক্ষে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বচ্ছতার জন্যই তা প্রয়োজন।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁঞা, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও এলআরএফ’র সাবেক সভাপতি ফারুক কাজী, স্বপন দাশ গুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাশহুদুল হক, ওয়াকিল আহমেদ হিরণ, দিদারুল আলম, আজিজুল ইসলাম পান্নু ও মনিরুজ্জামান মিশন উপস্থিত ছিলেন।

এলআরএফ’র সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান জাবেদ।