চট্টগ্রাম : নগরের বন্দর থানা এলাকার মনছুর মার্কেটের সামনে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বন্দর থানা পুলিশের একটি দল।
গোপন সংবাদের ভি্ত্তিতে শনিবার (২ ফেব্রুয়ারি) ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এসময় ৩ জনকে আটকের কথাও জানায় পুলিশ।
আটকরা হলেন, মো.খুরশিদ (৩০), মো.ইলিয়াছ (২৮) ও আবু বক্কর সোহাগ (২৫)।
পুলিশ জানায়, ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে দেশব্যাপী তারা চুক্তিতে ইয়াবা সরবরাহ করত। ট্রাকটিতে বিশেষ কায়দায় বানানো গোপন কুঠুরি থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এস এম আরেফিন জুয়েল বলেন, গ্রেফতার তিনজনই ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে দেশব্যাপী ইয়াবা পাচারে জড়িত। কক্সবাজার থেকে নিয়ে আসা হত এসব ইয়াবা। গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সেখানে বিশেষ কায়দায় বানানো কুঠুরিতে লুকিয়ে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
একুশে/এসসি