ঢাকা : জন প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব রফিকুল মোহাম্মদকে পাঁচ বছরের কারদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। প্লট দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেন আদালত। মামলা দায়েরের সময় রফিকুল মোহাম্মদ জাতীয় গৃহায়ন অধিদফতরের সহকারী কমিশনার ছিলেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাভোগের আদেশ দেন আদালত।
বুধবার (৩০ জানুয়ারি) ঢাকার ৪ নং বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
একই মামলায় আদালত অপর দুই আসামি জাতীয় গৃহায়ন অধিদফতরের উচ্চমান সহকারি মোড়ল কফিল উদ্দিন ও নিম্নমান সহকারি আবদুল জলিলকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।
একুশে/এসসি