ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
বুধবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন তিনি।
এর আগে উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা অপর একটি রিট আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। সঙ্গে সঙ্গে সিটি নির্বাচন স্থগিত করে দেয়া আদেশও তুলে নিয়েছিলেন আদালত।
হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।
একুশে/ডেস্ক/এসসি