আসন্ন ঈদ উপলক্ষে শনিবার পর্যন্ত ৯১ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। বাকি কারখানার শ্রমিকদের বেতন-বোনাস আগামীকাল রবিবারের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।
কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি’ শীর্ষক ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিজিএমইএর সহ-সভাপতি এস এম মান্নান কচি, মোহাম্মদ নাসির ও মাহমুদ হাসান খান বাবু উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, “অগাস্ট মাসের বেতনসহ এ পর্যন্ত ৯১ শতাংশ কারখানায় ঈদের উত্সব ভাতা প্রদান করা হয়েছে। আগামীকালকের (রোববার) মধ্যে অবশিষ্ট কারখানাগুলোর বেতন-ভাতা পরিশোধ করা হবে।”