রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফেসবুকে প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি প্রকাশ, যুবক আটক

প্রকাশিতঃ ৯ জানুয়ারী ২০১৯ | ২:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭, এর একটি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।

মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

বু্ধবার (৯ জানুয়ারি) ভোরে মেজর মেহেদি হাসানের নেতৃত্বে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার মোবাইল ফোনও জব্দ করা হয়।

আটক যুবকের নাম মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০)। তিনি ভোলা জেলার দৌলতখান এলাকার মো. নাজির আহমেদ এর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করছিলেন।

একুশে/এসসি