ঢাকা : কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহরপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ১৬ জানুয়ারি ধার্য করেছে আদালত।
সোমবার (৭ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাবিবুর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলার চার্জ গঠন ও পরবর্তী শুনানি ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। তিনি বলেন, আটজন হত্যা মামলায় আজ ৭ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষের চার্জগঠন করা এবং আসামি পক্ষের একটি জামিন শুনানির আবেদন ছিল।
একুশে/ডেস্ক/এসসি