রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুবর্ণচরে গণধর্ষণ : ৭ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিতঃ ৬ জানুয়ারী ২০১৯ | ৫:০৭ অপরাহ্ন

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণ মামলায় রুহুল আমিনসহ ৭ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ৬ জানুয়ারি) তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নম্বর আমলী আদালতে হাজির করে রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক নবনিতা গুহ।

আসামিরা হলেন-বাদশা আলম, স্বপন, সোহেল, বেচু এবং ঘটনায় জড়িত থাকায় সাবেক ইউপি মেম্বার রুহুল আমিন, জসিম উদ্দিন প্রকাশ জইস্যা ও হাসান আলী বুলু।

চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোট কেন্দ্রে বাকবির্তকের জের ধরে গত রোববার গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ভেতর প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী সহেল, স্বপন, চৌধুরী, বেচ’সহ ১০জন। সে সময় তারা ঘরে ভাঙচুর করে ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিনকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে। পরে এই ঘটনায় ভিকটিমের স্বামী সিরাজ উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

একুশে/আরসি/এসসি