ঢাকা : রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস শরীয়তপুর-৩ আসনে ধানের শীষ প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেফতার করেছে র্যাব-১, এর একটি দল।
শুক্রবার (৪ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। অপু হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।
র্যাব-১ অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নির্বাচনের আগে রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় অর্থ পাচার ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হন অপু। চিকিৎসাধীন হওয়ায় হাসপাতালেই থাকবেন বলে জানায় র্যাব।
একুশে/এসসি