রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে নকল নির্বাচনী পরিচয়পত্র তৈরির সময় গ্রেফতার ৩

প্রকাশিতঃ ২৯ ডিসেম্বর ২০১৮ | ১:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামে নকল নির্বাচনী পরিচয়পত্র তৈরীর সময় ৩ জনকে গ্রফতার করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নানের সাক্ষর নকল করে নির্বাচনী পরিচয়পত্র তৈরির চেষ্টা করছিল তারা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে নগরের কাজীর দেওড়ি এলাকার অ্যাপোলো শপিং সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাতে অ্যাপোলো শপিং সেন্টারের একটি দোকানে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম বিলি ও ফলাফল ঘোষণাস্থল এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে প্রবেশের নকল পরিচয়পত্র তৈরির চেষ্টা করছিল তারা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে জানায় পুলিশ।

একুশে/এসসি