চট্টগ্রাম : বাংলাদেশ আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শনিবার দিনভর চট্টগ্রামের চারটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীদের পক্ষে গণসংযোগ করেছেন।
দুপুর ৩ টার দিকে শুরু হওয়া চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর সমর্থনে সাতকানিয়ার কেরানিহাটে এক পথসভা ও গণসংযোগ করেন তিনি।
এসময় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বাংলাদেশে সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এবং গণমানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
পরে চট্টগ্রাম ১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা নদভীর সমর্থনে সাতকানিয়া পৌর এলাকায় গণসংযোগকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এই জনপদের উন্নয়নের ধারক ও বাহক আমাদের বর্তমান এমপি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মাঝিকে জয়যুক্ত করতে হবে।
লোহাগাড়ার আমিরাবাদ সদরে লোহাগাড়া আওয়ামী লীগের কর্মীসভায় তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে আওয়ামী লীগের বিকল্প নেই। কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে। তবুও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের দিকে পরিচালনা করতে পিছপা হননি। এখনও যারা দেশের অগ্রযাত্রায় বাধা দিতে চান, নির্বাচনে তাদের বর্জন করতে হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু, সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢামেকসু সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের শামসুল হক চৌধুরীর সমর্থনে পটিয়া সদরে এক শ্রমিক সমাবেশেও বক্তব্য রাখেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এসময় দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন শামসুল হক চৌধুরীকে নৌকায় ভোট দিতে অনুরোধ জানান তিনি।
সভায় জেলা আওয়ামী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ জহির, ঢামেকসু সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সারুন চৌধুরী, এমইএস কলেজের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর রাতে চট্টগ্রাম শহরে বসবাসরত পটিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন বিপ্লব বড়ুয়া। নগরের জামালখানে বুড্ডিস্ট ফাউন্ডেশন কার্যালয়ে চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আওয়ামী লীগ সরকার ও বর্তমান রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
এসময় চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তার বক্তব্যে আগামীতে আবারো স্বাধীনতা, আস্থা ও নির্ভরতার এবং অসাম্প্রদায়িকতার প্রতীক নৌকায় ভোট দিতে আহ্বান জানান।
বুড্ডিস্ট লিডার্স ফোরাম-এর সাধারণ সম্পাদক মিঠুন বড়ুয়ার উপস্থাপনায় বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ইউএসটিসির ভিসি অধ্যাপক প্রভাত রঞ্জন বড়ুয়া, বুড্ডিস্ট ডক্টরস এসোসিয়েশন্স সভাপতি ডা. প্রীতি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি