ঢাকা : কুমিল্লা চৌদ্দগ্রামে কার্ভাডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইর্কোটের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল ডক্টর মোহাম্মদ বশির উল্লাহ।
এর আগে গত ২৮ নভম্বের এ মামলায় খালেদা জিয়াকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইর্কোট বেঞ্চ। পরে এই আদশে স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এ মামলায় বিএনপি প্রধানের জামিন আবেদন নামঞ্জুর করনে। ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইর্কোটে আপিল করেছিলেন খালদো জিয়া।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুলে একটি কার্ভাডভ্যানে আগুন দেয় র্দুবৃত্তরা।
এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মাে. নুরুজ্জামান হাওলাদার।
একুশে/আরসি/এসসি