রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বঙ্গবন্ধু হতেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা’

প্রকাশিতঃ ২৬ অগাস্ট ২০১৬ | ২:৫১ অপরাহ্ন

14089590_10154435838913899_28925705_nকোপেনহেগেন: শাহাদাত বরণ না করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হতেন বলে মন্তব্য করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনি।

জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় মুঠোফোনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ গনি বলেন, শাহাদাত বরণ না করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা হতেন। কিন্তু ১৫ আগস্ট কালো রাতে জাতির জনককে হত্যার মাধ্যমে আমরা পৃথিবীর বুকে একটি বেঈমান জাতি হিসেবে পরিচিতি পেলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালে ২১ অগাস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই ষডযন্ত্রের অংশ।

‘শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তি দূর করে জাতির জনকের অসমাপ্ত বিপ্লব শেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী করার শপথ নিতে হবে আমাদেরকে।’ – বলেন এম এ গনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইতিহাসের সন্তান শেখ মুজিব। সেই ইতিহাসকে তিনি গড়েছেন নতুন করে। বাংলার ইতিহাসের পলিমাটিতে তার জন্ম। ধ্বংস, বিভীষিকা, বিপর্যয় মোকাবেলার মধ্য দিয়ে বাঙ্গালিকে একটি ভূখণ্ড উপহার দিয়েছেন তিনি। এভাবেই ইতিহাসের পুনঃনির্মাণের কালজয়ী সংগ্রামের পথে হেঁটেছেন শেষ দিন পর্যন্ত। বঙ্গবন্ধুর বুকভরা সাহস, মায়াভরা মুখাবয়বে প্রথম দর্শনেই মূর্ত হয়ে উঠেছে ভালোবাসা ও বীরত্বের যুগল পূর্বাভাস।

ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন মিঠু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল, আমির হোসেন, ফাহমিদ আল ফাহমিদ ডেনমার্ক যুবলীগ সভাপতি আমির জীবন, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ।