চট্টগ্রাম : নগরের পূর্ব বাকলিয়া ১৮ নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। পরে তার বাসা থেকে বই, লিফলেট, ব্যানার এবং ইসলামী ছাত্র শিবিরের তথ্য সম্বলিত ডায়েরি উদ্ধার করা হয়। আটক জামায়াত নেতা তিনটি নাশকতা মামলার আসামি বলছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বের) পুরাতন থানা ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আসামির নাম, মো. ইমাম হোসেন (৪৫)। ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মুলাইপত্তন গ্রামের মৃত কেরামত আলী ফরাজির ছেলে ইমাম বর্তমানে নগরীর বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, পুরাতন থানা ভবনের সামনে থেকে ইমাম হোসেনকে আটক করা হয়। পরে তার বাসা থেকে বই, লিফলেট, ব্যানার এবং ইসলামী ছাত্র শিবিরের তথ্য সম্বলিত ডায়েরি উদ্ধার করা হয়। ইমাম হোসেন তিনটি নাশকতা মামলার আসামি। এর আগেও দুই বার নাশকতার ঘটনার সময় পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।
একুশে/এসসি