মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যয়ের দিক থেকে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে অনেক পিছিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গেল মাসের তুলনায় ট্রাম্পের নির্বাচনী ব্যয় বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হলেও, হিলারির চেয়ে তা এখনও অনেক কম।
বিবিসি জানিয়েছে, জুলাই মাসে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এক কোটি ৮৫ লাখ ডলার ব্যয় করেছে, যেখানে হিলারির ব্যয় ছিল তিন কোটি ৮০ লাখ ডলার।
এর আগে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের ফার্মগুলো অন্ততপক্ষে ৬৫ কোটি ডলার ঋণে জর্জরিত। এছাড়াও, তহবিল সংগ্রহের ক্ষেত্রেও পিছিয়ে আছেন ট্রাম্প।
জুলাই মাসে ট্রাম্পের প্রচার শিবির যেখানে তিন কোটি ৭০ লাখ ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়, সেখানে হিলারির তহবিলে জমা হয় পাঁচ কোটি ২০ লাখ ডলার। এই মাসে ট্রাম্পের ব্যয় আরও বাড়বে বলে তার প্রচারণা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়াও, এ মাসে নতুন টিভি বিজ্ঞাপন প্রচারের কারণেই ট্রাম্পের ব্যয় বেড়েছে বলেও জানায় তারা।