মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কর্ণফুলীতে ৪ হাজার মিটার জালসহ ৮ জেলে আটক

প্রকাশিতঃ ৯ অক্টোবর ২০১৮ | ৭:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরের কর্ণফুলী নদীর বন্দর এলাকায় ইলিশ নিধন অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালাত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ আট জেলেকে আটক করা হয়েছে।

জানা গেছে, আটক জেলেদের মধ্যে ৫জনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩জনকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর বন্দর এলাকা থেকে কামাল বাজার এলাকা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

রমিজ আলম বলেন, ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করে সরকার। সরকারি এ নির্দেশনা অমান্য করে ইলিশ ধরতে যাওয়ায় ৮ জেলেকে আটক করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এ জন্য ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে ইলিশ ধরতে যাওয়ায় ৮ জেলেকে আটক করে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জব্দ করা ৪হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

তিনি বলেন, প্রজনন মৌসুমে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে তার জন্য জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

একুশে/এসএইচ