সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ

প্রকাশিতঃ ৮ অক্টোবর ২০১৮ | ৮:১২ অপরাহ্ন

একুশে ডেস্ক : দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। দীর্ঘদিন চার সদস্য নিয়ে বিচার কার্যক্রম চালিয়েছে আপিল বিভাগ।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি রয়েছেন। এরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগে আজকে নিয়োগ পাওয়া বিচারপতি আবু বকর সিদ্দিকী আপিল বিভাগের অপর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সহদোর। নতুন তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হল সাতজন।

একুশে/এসসি