চট্টগ্রাম : নগরের চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে আজিম গ্রুপের শ্রমিকরা।
সোমবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপটির সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা এই বিক্ষোভ করেন। এসময় মালিকপক্ষের হামলায় রাসেল উদ্দিন (২২) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
জানা যায়, চার মাসের বকেয়া বেতনের দাবিতে সিএন্ডবি রাস্তার মাথায় আজিম টাওয়ারের সামনের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শত শত শ্রমিক। এসময় সড়কে তীব্র যানযটের সৃষ্টি হয়। সাধারণ মানুষের চলাচলে সৃষ্টি হয় দুর্ভোগ।
এসময় মালিকপক্ষের হামলায় রাসেল উদ্দিন (২২) নামের এক শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত কনস্টেবল আব্দুল হামিদ একুশে পত্রিকাকে মালিকপক্ষের হামলায় আহত রাসেল বর্তমানে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এদিকে, সহকর্মী আহত হওয়ার খবরে বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারিদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আনে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশর সোমবার দুপুর ২টার দিকে একুশে পত্রিকাকে জানান, এ মুহূর্তে বকেয়া বেতনের বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের সমঝোতা মিটিং চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
একুশে/এসসি/এটি
ছবি : আকমাল হোসেন