চট্টগ্রাম : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাকোটা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি।
সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাট, সিটি গেইট এলাকা অবরোধ করে রাখেন বিক্ষোভকারিরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় যানচলাচল ব্যাহত হয় এবং সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
পরে সংগঠনের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, জহুর আহমদ চৌধুরী-সন্তান জসিম চৌধুরী, কোতোয়ালী থানা আ.লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসান মনসুর, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছে আর আমরা তাদেরই সন্তান। আমাদের রক্তে যোদ্ধার রক্ত বইছে। মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীসহ সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল থাকতে হবে।
একুশে/এএইচ/এটি
ছবি : আকমাল হোসেন