রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

সরকারি চাকরিতে কোটাবরাদ্দে প্রতিবন্ধীদের সমাবেশ

| প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৮ | ৭:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম : সরকারি চাকরিতে কোটাবরাদ্দে সমাবেশ করেছে প্রতিবন্ধীরা। সমাবেশে প্রতিব্ধীরা ৫ শতাংশ কোটা বরাদ্ধের দাবি জানান।

রোববার (৭ অক্টোবর) নগরের দুই নম্বর গেইট এলাকায় বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এ সমাবেশ করা হয়।

দুই নম্বর গেইটে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার সমাবেশে পরিষদ নেতারা বক্তব্য দেন। এসময় রাস্তার একপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। সকাল দশটা থেকে তাদের সমাবেশ শুরু হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য শর্তবিহীন ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবি করছি।

১ম ও ২য় শ্রেণীর সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ৪ অক্টোবর কোটা বাতিলের পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দীন মাহমুদ বলেন, আমরা প্রতিবন্ধীদের রাস্তার একপাশে আন্দোলন করতে বলেছি।

একুশে/এসসি/এটি