সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রাম আদালতে খসরুর আত্মসমর্পণ, পূর্ণাঙ্গ জামিন শুনানি ২১ অক্টোবর

প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০১৮ | ৩:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার (৭ অক্টোবর) চট্টগ্রাম আদালতে হাজির হয়েছেন।

রোববার বেলা ১২ টার দিকে মহানগর দায়রা জজ আকবর আলী মৃধার আদালতে হাজির হয়ে তথ্যপ্রযুক্তি আইনে কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় জামিন চেয়েছেন।

উচ্চ আদালতে আমির খসরু মাহমুদ চৌধুরী জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। ১ অক্টোবর জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ।

আমীর খসরুর মাহমুদ চৌধুরীর আইনজীবী আবদুস সাত্তার একুশে পত্রিকাকে জানান, আদালত আগামী ২১ অক্টোবর পূর্ণাঙ্গ জামিন শুনানির দিন ধার্য্য করেছেন। সেই পর্যন্ত উচ্চ আদালতের দেয়া জামিনে থাকবেন তিনি।

গত ৪ আগস্ট তার বিরুদ্ধে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা হয়।

৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে নিরাপদ সড়ক দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা উল্লেখ করা হয়।

একুশে/এটি