চট্টগ্রাম : মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে একটি একে ২২ রাইফেল, তিনটি পিস্তল, চারটি ছুরি, জিহাদি বই, হাতুড়ি, কাটার, বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার (৫ অক্টোবর) ঐ জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৮ সেপ্টেম্বর সোহেল নামে এক ব্যক্তি ঐ বাড়িটি ভাড়া নেয়। বাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকা-চট্টগ্রাম রেলপথ সংলগ্ন এলাকায়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতার পরিকল্পনা ছিল তাদের। ঐ বাড়িতে আর কেহ আছে বলে মনে হয় না। তবুও বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে বোমা রাখা আছে কিনা তা দেখা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে চৌধুরী ম্যানশন নামের সেমি পাকা ওই বাড়ি ঘিরে রাখে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঐ বাড়িতে থাকা জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে উভয়ের মধ্যে দফায় দফায় গোলাগুলি চলে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
ভোর পৌনে ৪টা নাগাদ র্যাবের তরফ থেকে ভেতরে থাকা জঙ্গি সদস্যদের আত্মসমর্পন করতে বলা হয়। এ সময় ঘরে থাকা জঙ্গি সদস্যরা দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটনায়। এর পর ঘরের ভেতর আর কোনো সাড়া শব্দ মেলেনি। এরপর কিছুক্ষণ সেখানে অভিযান বন্ধ রাখে র্যাব। শুক্রবার সকাল ৯টার দিকে বোমা ডিস্প্রোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলে পূণরায় অভিযান শুরু হয়।
ছবি : আকমাল হোসেন
একুশে/এসসি