রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

শাহবাগে সাংবাদিক পেটালেন মদ্যপ এএসপি

| প্রকাশিতঃ ২০ নভেম্বর ২০১৫ | ৬:৫৩ পূর্বাহ্ন

Journo-ASP-2বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদককে পেটালেন সাভার থানার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাগ মোড়ে পুলিশের তল্লাশির ছবি তুলতে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ওই সাংবাদিকের নাম নূরে আলম। তিনি এশিয়ান টিভিতে কাজ করেন।

পুলিশ জানায়, শাহবাগ মোড়ে প্রেসের স্টিকারযুক্ত মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর কাছে তাঁদের পরিচয় জানতে চায় পুলিশের তল্লাশি দল। তাঁরা নিজেদের একজন পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন। সেখানে তল্লাশির ছবি তুলতে গেলে এএসপি মশিউর এশিয়ান টিভির ওই প্রতিবেদকের শরীরে আঘাত করেন।

বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ক্যামেরাম্যানদের বাঁচাতে তল্লাশিচৌকির পুলিশ এগিয়ে গেলে এএসপি পুলিশের ওপরও চড়াও হন। পরে শাহবাগ থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মশিউর রহমান ও অপর আরোহী ছাত্রলীগের সাবেক নেতা খায়রুল বাসারকে থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে একজন সাভার থানার এএসপি বলে যাচাই করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও করেছে শাহবাগ পুলিশ। মোটরসাইকেলের এ দুই আরোহী মদ্যপ অবস্থায় ছিলেন। তবে তাঁদের মধ্যে একজন বেশি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানান ওসি।

আজ শুক্রবার সকালে ওসি আরো জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। সাংবাদিকের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ওই এএসপিকে কাল রাতেই সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আটক অন্যজনও বিষয়টি সমঝোতা হওয়ার পর চলে গেছে।