সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৯ সেপ্টেম্বর ২০১৮ | ৭:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং এলাকা এক যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। এসময় তার সাথে থাকা ব্যাডমিন্টন র‌্যাকেটের ব্যাগ তল্লাশি করে একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানায় বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী।

গ্রেপ্তার আসামীর নাম- মো. ইউসুফ ওরফে তুফান (১৯)।

ওসি প্রণব বলেন, তুফানের বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় কয়েকটি ছিনতাই মামলা আছে। নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করিা হয়। এসময় তার হাতে থাকা ব্যাডমিন্টন র‌্যাকেটের ব্যাগ থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।