মাল্টায় আগামী ২৫ থেকে ২৯ নভেম্বর এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন বসছে।
ওই সম্মেলন শেষে ৩০ নভেম্বর থেকে প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনেও যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। মাল্টা সফর বাতিল হওয়ার পর তার প্যারিস যাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে বুধবার সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো একটি চিঠিতে মাল্টা সফর বাতিলের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, “ওই সফর সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।”
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ার দিনই ওই চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
তবে চিঠিতে প্রধানমন্ত্রীর সফর বাতিলের কারণ সম্পর্কে কিছু হয়নি।
ওই সফর নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। সেই সংবাদ সম্মেলনও ‘অনিবার্য কারণে’ বাতিল করা হয়েছে।