চট্টগ্রাম : নগরের নতুন রেলস্টেশনে পথশিশুদের সঙ্গে খেলাধূলা, গান, জাতীয় সংগীত পরিবেশন ও খাবার বিতরণের মধ্যদিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করলো তারুণ্যদীপ্ত সংগঠন ‘লাইট ফর পিপল’।
শুক্রবার সকালে রেলওয়ে স্টেশনে এই সংগঠনের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনাথ শিশুদের সাথে খেলাধূলা, গান ও জাতীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।
এরপর সংগঠনের পক্ষ থেকে অনাথ, অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে সম্পৃক্ত পথশিশুরা ক্ষণিকের জন্য আনন্দ-উচ্ছ্বাসে মিলিয়ে যান, প্রকাশ করেন অপার মুগ্ধতা।
প্রথম কর্মসূচিতে চট্টগ্রামের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া অর্ধশতাধিক তরুণ-তরুণী অংশ নিয়ে আগামীতে মানবিক সকল কর্মকাণ্ডে যূথবদ্ধ অংশগ্রহণে প্রত্যয় ব্যক্ত করেন।
তরুণদের সমন্বয়ে গঠিত ‘লাইট ফর পিপল’ একটি সেচ্ছাসেবী সংগঠন। চট্টগ্রামভিত্তিক এ সামাজিক সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে অনাথ, অসহায় শিশু এবং গরীব-দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো। রনি, ফরহাদ, মোমিন-এই তিন তরুণের হাত ধরেই সংগঠনটির যাত্রারাম্ভ।
একুশে/এটি