চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হওয়া ১৩ শিবির নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে সদরঘাট থানা পুলিশ।
১৩ জন হলেন- মো. কুতুব উদ্দিন (২৩), মো. ইয়াছিন আহাদ ইমন (২১), মো. জিয়াউর রহমান (২২), জুনাইদুল ইসলাম (২১), সাইফুদ্দিন খালেদ (২৪), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. রুহুল কাদের (২০), মো. মেহেরাজুল ইসলাম (১৮), মো. ইমরান হোসেন (২০), সাব্বির হোসেন (২৫), সাজেদুল করিম (১৮), খোরশেদ আলম (২৪) এবং মো. শাকিব (১৮)। তাদের বাড়ি চট্টগ্রাম, কক্সবাজার ও ফেনীর বিভিন্ন এলাকায়।
এদের মধ্যে কুতুব উদ্দিন নগরের ১৮ নং ওয়ার্ড শিবিরের প্রকাশনা সম্পাদক। ইয়াছিন, জিয়াউর ও জুনাইদুল হচ্ছে শিবিরের সাথী পর্যায়ের নেতা। বাকিদের সাংগঠনিক কোন পদবী নেই বলে পুলিশ জানায়।
সদরঘাট থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, গ্রেফতার ১৩ জনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সদরঘাট, অভয়মিত্র ঘাট ও বাকলিয়া এলাকা থেকে শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে সদরঘাট থানার পুলিশ। প্রথমে ইয়াছিন আহাদ ইমন নামে একটি কলেজের বিবিএ প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিকালে সদরঘাট মোড় থেকে গ্রেফতার করা হয়। তার মোবাইলে পুলিশের ওপর এবং সরকারি স্থাপনায় হামলার নির্দেশনা ছিল।
ইয়াছিনের কাছ থেকে তথ্য পেয়ে অভয়মিত্র ঘাট থেকে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নিয়ে অভিযান চালিয়ে বাকলিয়া থানায় ওয়াজিয়া পাড়ায় এক মেস থেকে আরও আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ১৩ জনের কাছ থেকে শিবিরের বিভিন্ন সাংগঠনিক বই, নথিপত্র, তিনটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতার ইয়াছিনের মোবাইলে পুলিশের ওপর এবং সরকারি স্থাপনায় হামলার নির্দেশনা ছিল বলে পুলিশ জানায়।