সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শিশু ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি

প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০১৮ | ১০:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন হারুনুর রশিদ (৪৫)।

সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

এর আগে গতকাল রোববার দুপুরে মতিঝর্ণা এলাকায় একটি বাসায় নিয়ে গিয়ে ১০ বছরের এক শিশুকে চকলেটের সাথে চেতননাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে হারুনুর রশিদ। তখন শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে হারুণকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ধর্ষণের শিকার শিশুটিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় খুলশী থানায় ধর্ষনের অভিযোগ মামলা হয়। ওই মামলায় তাকে সোমবার আদালতে হাজির করা হয়।