সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেনীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০১৮ | ৬:৩৮ অপরাহ্ন

ফেনী : ফেনী শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী, এর একটি দল। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি অস্ত্র ও গুলি জব্দ করে র‌্যাব।

আটক আসামির নাম মনোয়ার হোসেন প্রকাশ সোহেল (৩৪) । সোহেল পৌর এলাকার বিরিঞ্চি গ্রামের মৃত আনোয়ার পুত্র।

সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাবের দাবি,আটক সোহেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-৭ ফেনীর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম পিপিএম এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) ভোরে শহরের বিরিঞ্চি এলাকা থেকে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ সোহেলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে কাছ একটি বিদেশি পিস্তল, দু’রাউন্ড গুলি এবং দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর সোহেলকে ফেনী মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

একুশে/এসএইচ