সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ফেনীতে ককটেল ও বিস্ফোরক সহ আটক ৩

প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০১৮ | ৬:১৬ অপরাহ্ন

ফেনী : ফেনীতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সংলগ্ন কমিশনার মেসে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় মেসের নয় নং রান্না ঘরে তল্লাশি চালিয়ে চৌদ্দটি ককটেল ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

আটকৃতরা হলেন, সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুর রহমান ভুঁইয়া, দেবীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহাঙ্গির আলম ও নোয়াবাদ গ্রামের সোলায়মানের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৮)।

সোমাবর (৩ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

পুলিশ জানায় , কমিশনার মেস থেকে আটকৃতরা ফেনীতে নাশকতার পরিকল্পনা করছিল। এসময় আটককৃদের কাছ থেকে ১৪টি বিস্ফোরক জাতীয় ককটেল, ৫ টি লাল রংয়ের কস্টেপ, ৩ টি খালি টিনের কোটা, ১০ টি ভাঙা বেডের আংশ, ১৫০ গ্রাম পটাশ, কিছু ভাঙা কাঁচের টুকরা, ২০০ গ্রাম ছোট পেরেক, ১০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ বিস্ফোরকসহ তিনজনকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

একুশে/এসএইচ