সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, সাউথ-ইস্ট ব্যাংকের এভিপি গ্রেফতার

প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০১৮ | ৩:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম : দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম সাব রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি করার সময় দুদকের হাতে আটক হয়েছে রেজাউল ইসলাম চৌধুরী নামে এক প্রতারক।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা আটকের পর তাকে দুদকের হাতে তুলে দেয়। তার বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন একুশে পত্রিকাকে জানান, দুদক কর্মকর্তা সেজে সাব রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। আটক রেজাউল ইসলাম চৌধুরী সাউথ ইস্ট ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।

সাব রেজিস্ট্রি অফিস সূত্র জানায়, বিভিন্ন সময়ে পুলিশ, দুদক কর্মকর্তা, সাংবাদিক পরিচয় দিয়ে রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম-দুর্নীতির সুযোগ নিয়ে সাব রেজিস্টার এবং কেরানিদের কাছ থেকে চাঁদা নিয়ে যান। তার ধারাবাহিকতায় রেজাউল ইসলাম চৌধুরী মঙ্গলবার ১২ টার দিকে সাব রেজিস্ট্রি অফিসে এসে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবি করে। আচরণে সন্দেহ হলে রেজাউলকে দুদকের আইডি কার্ড দেখাতে বলেন কর্মকর্তা-কর্মচারিরা। তিনি আইডিকার্ড না দেখিয়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারিরা তাকে আটক করে দুদকে খবর দেয়। পরে দুদক এসে তাকে নিয়ে যায়।

ছবি : আকমাল হোসেন

একুশে/এটি