সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ওবামার মেয়ে রেস্তোরাঁ কর্মী

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০১৬ | ১১:৫৮ অপরাহ্ন

sasaঢাকা: মেয়েটির বয়স ১৫ বছর। এই সেদিন কাজে ঢুকল। তাকে সবসময় ঘিরে রয়েছে ছয়জন। মাঝেমধ্যে হাতে হাতে টুকটাক কাজও এগিয়ে দিচ্ছে। দেখে বেশ বিরক্ত হয়েছিলেন ন্যান্সি রেস্তোরাঁর কর্মীরা। শনিবারই কাজ ছাড়বে, শুনে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। বাবা–মা এসে তাকে নিয়ে যাবে। সেই বাবা–মার পরিচয় শুনেই এবার চোখ কপালে উঠল!‌ তাঁদের সহকর্মী যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা।

জীবনের আট বছরই কেটেছে হোয়াইট হাউসের কড়া নিরাপত্তায়। এ বছরটাই শেষ। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো বাঁচতে চেয়েছিলেন। রাজি হয়ে যান প্রেসিডেন্ট। ম্যাসাচুসেটস–এর মার্থা ভিনিয়ার্ডে বাবার বন্ধুর এই রেস্তোরাঁয় কাজ নেন। ব্যবহার করেন ভালো নাম নাতাশা। তার নিরাপত্তার জন্য মোতায়েন হয় ছয় গুপ্তচর রক্ষী।

সিফুড ভাজা আর মিল্কশেকের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। প্রতি বছর ভিনিয়ার্ডে গ্রীষ্মের ছুটি কাটাতে এসে এখানেই খাওয়াদাওয়া করেন ওবামা পরিবার। এবারও আসবেন। তখনই সঙ্গে করে নিয়ে যাবেন ছোট মেয়েকে।