সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি’

প্রকাশিতঃ ১১ অগাস্ট ২০১৮ | ৬:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চিটাগং লইয়ার্স অ্যান্ড ল স্টুডেন্টস সোসাইটি- সিএলএলএসএস-এর সাদার্ন বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উদ্যোগে নগরীর মেহেদীবাগে অবস্থিত সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সেন্ট্রাল অডিটোরিয়ামে “উচ্চ এবং নিম্ন আদালতে বিচার বিভাগের পৃথকীকরণের প্রভাব” শীর্ষক সেমিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়।

সাদার্ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন জুয়েল-এর সভাপতিত্বে সেমিনার কমিটির আহ্বায়ক সাইফুল আলম সানজিদ ও জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন সিএলএলএসএস-এর সাধারণ সম্পাদক পল্টন দাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাদার্ন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদ পারভেজ। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নুরুল মোস্তফা।

তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে আমাদের সকলকেই আইন মেনে চলতে হবে। দেশের আইনের প্রতি পরিপূর্ণ আস্থা এবং সম্মান দেখাতে হবে।”

এছাড়াও তিনি সিএলএলএসএসকে বিশেষভাবে ধন্যবাদ জানান সাদার্ন বিশ্ববিদ্যালয়কে উক্ত সেমিনারের ভেন্যু হিসেবে নির্বাচিত করায়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত উপদেষ্টা প্রফেসর মহিউদ্দীন খালেদ। তিনি বলেন, “বিচার বিভাগ পৃথক হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশে এখনো বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি।”

এছাড়াও এখনও স্বাধীনভাবে বিচারকরা বিচারকার্য সম্পাদন করতে পারেন না বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

সেমিনারে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক অ্যাডভোকেট বদরুল হুদা মামুন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সরওয়ার জাহান। তিনি উপস্থিত সকলকে নৈতিকতা এবং আইন এই দুইয়ের সমন্বয়ে জীবনযাপন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি