ঢাকা: ইউটিউবের পর এবার ভারতে পরীক্ষামূলকভাবে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷ জানা গিয়েছে, ইন্টারনেট কানেক্টিভিটি খারাপ হলে যাতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ভিডিও দেখা সম্ভবপর হয় তাই এই ধরনের পদ্ধতি চালু করতে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ৷
এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, তাদের পক্ষ থেকে এই পদ্ধতিকে পরীক্ষা করে দেখা হচ্ছে সেই সমস্ত ব্যক্তির জন্য যারা ভালো ইন্টারনেট পরিষেবার মধ্যে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারে৷ ফলে তারা সেই সমস্ত ডাউনলোড করা ভিডিও অনলাইন ও অফলাইনে দেখতে পারবে বিনা ইন্টারনেট খরচে৷
এর আগে ২০১৪ সালে অফলাইন ভিডিও দেখার পদ্ধতি চালু করেছিল ইউটিউব৷ প্রসঙ্গত, ভারতে ফেসবুকের ১৪২০ লাখ ব্যবহারকারী রয়েছে৷ যারা এতদিন কেবল নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে পারত৷ ফলে এই অফলাইন ও অনলাইন ভিডিও দেখার পদ্ধতি কেবল কিছু শতাংশ ফেসবুক ব্যবহারকারীর ওপরই পরীক্ষা করা হবে প্রথমে৷