মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হেলিকপ্টারে চট্টগ্রামে আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ ৬ মে ২০১৮ | ৮:০২ অপরাহ্ন


চট্টগ্রাম : মাত্র ১৬৫ মিনিটের সরকারি সফরে হেলিকপ্টারে উড়ে চট্টগ্রামে আসছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।

আগামীকাল সোমবার (৭ মে) রাষ্ট্রয়াত্ব ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রতিমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসবেন চট্টগ্রামে। মাত্র ১৬৫ মিনিট অবস্থান করে আবার সেই হেলিকপ্টারে করেই ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বেন তিনি।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব স্বাক্ষরিত এক সরকারি অফিস আদেশে বলা হয়, সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আসবেন সড়ক পথে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এরপর সেখান থেকে ১২টার দিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের উদ্দেশ্যে মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি উড়াল দেবে।

দুপুর পৌণে ১২টার দিকে এম এ আজিজে উপস্থিত হওয়ার পর ১টা ১৫ মিনিটে কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইস্টার্ণ রিফাইনারি লিমিটেডের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে এম এ আজিজ স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দেবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ৪টা ১৫ মিনিটে ঢাকা বিমান বন্দরে উপস্থিত হওয়ার পর সাড়ে ৪টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সরকারি এই সফরসূচীতে।

এই সফরকে সরকারি সফর উল্লেখ করে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারি ও ফটোগ্রাফারও সফর সঙ্গী হবার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, নসরুল হামিদ বিপু বাংলাদেশ আওয়ামী লীগের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ঢাকা ৩ (কেরানীগঞ্জ) থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকার এর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এডি/একুশে