রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

‘সবাই আছেন, নেই শুধু মহিউদ্দিন চৌধুরী’

| প্রকাশিতঃ ৫ মে ২০১৮ | ৩:২৫ অপরাহ্ন

.আলম দিদার : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূলের বর্ধিত সভায় এসে প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করলেন দলের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের এমপি।

শনিবার দুপুরে এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মহউদ্দিন চৌধুরীকে স্মরণ করলেন কাদের। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও তাদের পুত্র কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা) মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধান অথিতির বক্তব্যের দেওয়ার জন্য দাঁড়িয়েই উপস্থিত তৃণমূল নেতাদের দিকে তাকিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সবাই আছেন, তবে একজন নেই! যার কথা বলছি, তিনি চট্টগ্রামের রাজনীতিতে এক পিস। তিনি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আমি স্মরণ করছি চট্টলবীর, চট্টগ্রামের রাজনীতির প্রাণ পুরুষ, চট্টগ্রামের জননন্দিত নেতা, সাবেক সফল মেয়র মহিউদ্দিন চৌধুরীকে।’

‘চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে যে একজন বটবৃক্ষ ছিল তিনি চলে গেছেন। তাই এখন নাছির আছে, মাহতাব ভাই আছেন। সবাইকে নিয়ে ঐকবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। হাতজোড় করে বলছি, দলের মধ্যে বিভেদ করবেন না। সামনে কঠিন চ্যালেঞ্জ, সবাইকে ঐকবদ্ধ্য হয়ে কাজ করতে হবে।’- বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধী অপশক্তি রুখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতকরণ, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত আছেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন প্রমুখ।

এডি/একুশে

পাহাড়ে রক্তপাতে বিএনপি-জামায়াত : ওবায়দুল কাদের