সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া গরীবদের সাংবিধানিক অধিকার’

প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৮ | ৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: বিনামূল্যে আইনী সহায়তা পাওয়া গরীবদের সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা জজ মো. হেলাল চৌধুরী। জাতীয় লিগ্যাল এইড দিবস পালন উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম আদালত চত্বরে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

জেলা জজ মো. হেলাল চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রয়াসে সরকার কাজ করে যাচ্ছে। উপজেলা, ইউনিয়ন এবং চৌকি আদালত আইনী সহায়তা কমিটিগুলো সক্রিয় করার মাধ্যমে উক্ত কার্যক্রম সহজতর করা হবে।

তিনি বলেন, দায়বদ্ধতা থেকে আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের মনে রাখতে হবে সরকারি খরচে আইনি সহায়তা অসহায় গরিব-দুঃখীদের জন্য দয়া নয়, এটা তাদের সাংবিধানিক অধিকার।

সভায় সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) ফারহানা ইয়াসমিন ও ২য় অতিরিক্ত সহকারী জজ আশরাফুন নাহার রীটা। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাশহুদুল কবির। সরকারি আইনি সহায়তা কার্যক্রমের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার ফারহানা ইয়াসমিন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন লিগ্যাল এইড অফিস সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলাম।

বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, জেলা পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক প্রমূখ। আলোচনা সভা শেষে গত বছরের কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট মোঃ সাহেদুল ইসলাম চৌধুরী ও এডভোকেট মুরশীদা বেগমকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করে জেলা লিগ্যাল এইড কমিটি।

এসআর/একুশে