মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

এলএনজি সরবরাহ শুরু হলে গ্যাস সংকট কেটে যাবে : তাজুল ইসলাম

প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০১৮ | ১১:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম: এলএনজি সরবরাহ শুরু হলে গ্যাস সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য তাজুল ইসলাম।

রোববার দুপুরে কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়িতে কাতার থেকে এলএনজি নিয়ে আসা এমভি এক্সিলেন্স পরিদর্শন করে তিনি এ কথা বলেন। আগামী মাসে জাতীয় গ্রিডের মাধ্যমে সারাদেশে সরবরাহ করা হবে তরলীকৃত গ্যাস।

তাজুল ইসলাম বলেন, গ্যাসের স্বল্পতার কারণে আমাদের উৎপাদন খাত, বিদ্যুৎ খাতে যে সমস্ত সীমাবদ্ধতা আছে, সে সমস্যা আমরা অচিরেই মোকাবেলা করতে সক্ষম হবো। বন্ধ থাকা কারখানা চালু ও নতুন শিল্প স্থাপনে গতি পাবে। দেশের পুরাতন ও নতুনভাবে গড়ে উঠা অর্থনৈতিক অঞ্চলগুলো এলএনজি আমদানির ফলে নতুন রূপ পাবে।

মহেশখালীতে স্থাপিত এলএনজি টার্মিনালটি নজরদারির পাশাপাশি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে নৌ-বাহিনী ও কোস্টগার্ড। টার্মিনাল থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৫০ কোটি ঘনফুট এলএনজি গ্যাস।

দেশের শিল্প কারখানার গ্যাস সংকট নিরসনে কাতার থেকে একটি জাহাজে গত ২৪শে এপ্রিল মহেশখালীর মাতারবাড়িতে আনা হয় তরলীকৃত গ্যাস-এলএনজি। আনার ৫ দিন পর এলএনজিবাহী জাহাজটি পরিদর্শন করেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল। এলএনজি সরবরাহের পর শিল্পকারখানায় ব্যাপক গতি আসবে বলে আশা করা হচ্ছে।

এসআর/একুশে