চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে অস্ত্র, গুলি, ককটেলসহ তিন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকবাজার থানার গুলজার মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- নগরের রসুলবাগ আবাসিক এলাকার মো. শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), একই এলাকার মো. বেলালের ছেলে ফাহিম (২১) ও সৈয়দশাহ এলাকার মো. ইলয়াসের ছেলে সাকিব (২২)।
মিমতানুর রহমান বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে চকবাজার এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছি আমরা।তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
এসআর/একুশে