কক্সবাজার: কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা এবং একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার সকালে সৈকত আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের মেজর মো. রুহুল আমিন।
গ্রেফতার মোজাহিদ হোসেন মামুন (৩৩) বাগেরহাট জেলার চিতলমারি থানার কুনিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
মেজর মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি কিছু মাদক ব্যবসায়ী পণ্য পরিবহনের আড়ালে একটি পিকআপে পাচারের উদ্দেশ্যে ইয়াবা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সৈকত আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মোজাহিদকে গ্রেফতার করা হয়। তার তথ্যমতে একটি পিকআপ তল্লাশী করে সুকৌশলে লুকানো অবস্থায় ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসআর/একুশে