সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ট্রাকচাপায় পথচারী নিহত, বিক্ষোভ

প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০১৮ | ৫:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় ট্রাকচাপায় অভি রিভেরো (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ১টার দিকে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অভি রিভেরো নগরীর আলকরণ এলাকার এডগ রিভেরোর ছেলে।

ঘটনাস্থল ঘুরে আসা কোতোয়ালি থানার এসআই নুরুল ইসলাম বলেন, ‘ফিরিঙ্গিবাজার এলাকায় একটি ট্রাক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় স্থানীয় জনতা নিহতের ঘটনায় বিক্ষোভ করে। পরে বেলা ২টার দিকে পুলিশ গিয়ে তাদের সড়িয়ে দেয়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।’

একুশে/এএ