রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

নূর হোসেনকে হস্তান্তর প্রক্রিয়া চলছে

| প্রকাশিতঃ ১২ নভেম্বর ২০১৫ | ৪:২০ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি

Nurনারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ (বৃহস্পতিবার) রাতেই দেশে ফেরত আনা হচ্ছে। বেনাপোল স্থল বন্দর দিয়ে তাকে দেশে আনা হচ্ছে। ইতোমধ্যে তাকে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে ভারতের রাতে তাকে ভারতের স্থলসীমান্ত পেট্রাপোল আনা হয়। এছাড়া বেনাপোল সীমান্ত এলাকায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে, নূর হোসেনকে নিতে বিকেল থেকেই বেনাপোলে অবস্থান করছে নারায়ণগঞ্জ পুলিশের একটি দল। বেনাপল বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।