মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দোহাজারীতে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ১০:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে অটোরিকশা জব্দ করা নিয়ে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর সময় শহীদুল ইসলাম নামে এক শ্রমিককে গ্রেফতারও করা হয়েছে।

চার পুলিশ সদস্য হলেন- হাইওয়ে পুলিশ দোহাজারী থানার কনস্টেবল নারায়ন, রুবেল, রাজু ও মোবারক।

হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফরহাদ বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকায় দুপুরে কেরানী হাট থেকে দুইটি অটো রিকশা জব্দ করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এ সময় শ্রমিকরা অটোরিকশা আটকে বাধা দিলেও পুলিশ সেগুলোও দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসে।

এসএসপি ফরহাদ বলেন, এরপর ৩০ থেকে ৪০টি অটো রিকশায় করে লাঠিসোঁটা নিয়ে শ্রমিকরা এসে বিক্ষোভ করে। আদালতের নির্দেশে জব্দ করার কথা জানালেও তারা থানায় হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সংঘর্ষের কারণে কিছু সময় মহাসড়কে যানচলাচলও বন্ধ ছিল।

এসআর/একুশে