সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু

প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৮ | ৩:২৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথক দুর্ঘটনায় আহত দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।

তারা হলেন, লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়ার জানে আলম (২২) এবং সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামের মীর হোসেন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

তিনি জানান, গত ১৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা হাজী রাস্তার মাথায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন জানে আলম। সাতদিন মৃত্যুরসাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২ টায় চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।

এছাড়া, গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় সীতাকুণ্ড পন্থিছিলা বাজারে দুর্ঘটনায় আহত মীর হোসেন (৫০) আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় চমেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

একুশে/এএ