চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারে বলি খেলাকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে কুস্তি প্রশিক্ষণ একাডেমি করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে কাজ শুরু কথাও জানিয়েছেন তিনি। এজন্য জব্বারের বলি খেলার পৃৃষ্টপোষক বাংলালিংককে এগিয়ে আসার আহ্বান মেয়রের।
বুধবার বিকেলে খেলার উদ্বোধনকালীন সময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারে বলি খেলাকে দেশ বিদেশে ছড়িয়ে দিতে দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত কুস্তি গড়ে তোলার জন্য একটি কুস্তি প্রশিক্ষণ একাডেমি গঠন করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আমি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কাজ শুরু করব। শুধু পেট বড় বড় বলি আসলে হবে না। তাদেরকে শারিরীক কসরত জানতে হবে। তাদেরকে উন্নত প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের কুস্তিগিরি হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে আমি একটি কুস্তি প্রশিক্ষণ একাডেমি গঠন করব। আর সেই কাজে আশা করি বাংলালিংক আমাদের পাশে থাকবে।’
বিকেলে ৪টা ৩৫ মিনিটে সাধারণ ধাপের বলিদের লড়ায়ের মধ্যদিয়ে চট্টগ্রামের লালদিঘি মাঠে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারে বলি খেলার ১০৯ তম আসর শুরু হয়। তিনটি বাউটে সারাদেশ থেকে আসা ১৫ থেকে ৬০ বছর বয়সী ৮৬ জন বলী অংশ নিয়েছেন।
এবছরও খেলা পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবদুল মালেক। তাকে সহায়তা করেন ইকবাল বালি, জাহাঙ্গীর ও লেদু।
বলিখেলার ১০৯ তম আসরে উদ্বোধন করেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন স্পন্সর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র। আরো উপস্থিত ছিলেন জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী, সহ সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত ভারত বর্ষের স্বাধীন নবাব টিপু সুলতানের শাসন অবসানের পর ভারতীয় উপমহাদেশে বৃটিশ শাসনামল শুরু হয়। বাঙালি সংস্কৃতি বিকাশ ও বাঙালি যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তৈরি করতে এগিয়ে আসেন বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর।
বাংলা বর্ষের ১২ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ, ১৯০৯ সালে আব্দুল জব্বার সওদাগর বলী খেলার আয়োজন করেন। পরে এ প্রতিযোগিতা ‘জব্বারের বলী খেলা’ নামে পরিচিতি লাভ করে।
একুশে/এডি/এটি