চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফকিরহাট ফ্লাইওভারে যাত্রীবাহী লেগুনায় ধাক্কা দিয়েছে বেপরোয়া ট্রাক। এ ঘটনায় গুরুতর আহত দীপক দাশ (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মাারা গেছেন।
মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। একই দিন মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে দীপক দাশের মৃত্যু হয়।
দীপক দাশ সীতুকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকার মৃত দুলাল দাশের ছেলে।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন একুশে পত্রিকাকে বলেন, ‘সীতাকুণ্ডের ফকিরহাট ফ্লাইওভারে যাত্রীবাহী লেগুনাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে লেগুনা উল্টে দীপক দাশ (৫৫) সহ আরো চার ব্যক্তি আহত হন। দীপক দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
একুশে/এএ